নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৬৯। শপথগ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে
সদস্যের অর্থদণ্ড
কোন ব্যক্তি এই সংবিধানের
বিধান অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করিবার এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবার
পূর্বে কিংবা তিনি সংসদ-সদস্য হইবার যোগ্য নহেন বা অযোগ্য হইয়াছেন জানিয়া সংসদ-সদস্যরূপে
আসনগ্রহণ বা ভোটদান করিলে তিনি প্রতি দিনের অনুরূপ কার্যের জন্য নাগরিকতন্ত্রের নিকট
দেনা হিসাবে উসুলযোগ্য সংসদ আইনের দ্বারা অন্যূন ২ লাখ টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন বা এক মাসের কারাদণ্ডে দণ্ডিত
হইবেন বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
“১। এক হাজার টাকা করিয়া”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"